জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনে কাটা পড়ে নাম না জানা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ফেনতারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের এক ব্যক্তি ফেনতারা এলাকার রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।