ময়মনসিংহের ঈশ্বররগঞ্জে বাসচাপায় দেলোয়ার হোসেন নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আবুল কালামের ছেলে।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হারুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো দেলোয়ার হোসেন ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কিশোরগঞ্জ ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হারুয়া এলাকায় আসতেই বিপরিত দিক থেকে আসা একটি এমকে সুপার বাস ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় আনোয়ারুল হক নামে এক যুবক। পরে স্থানীয়রা আনোয়ারুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া। তিনি আরও জানান, চালক পালিয়ে গেলেও বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।