কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মাহিয়ান (৭) নামে এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়ান হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলীপুর এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মহসড়কের হারবাং লালব্রীজ এলাকায় পৌছলে রাস্তা পারাপারের সময় মাহিয়ান নামে এক শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। শিশু মাহিয়ানের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

 

কলমকথা/বি সুলতানা