বি এম. হিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের পিকআপের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের মোবারকগঞ্জ সুগার মিলে’র পাশে দুর্ঘটনা ঘটে । এসময় আহত হন পুলিশ সুপার শোয়াইব হোসেন, কনস্টেবল আক্তারুজ্জামান ও মহাসিন হোসেন
আহত তিনজনই বরিশাল রেঞ্জে’র কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার পড়ন্ত বিকেল বেলা মোবারকগঞ্জ চিনিকল এলাকায় কাভার্ড ভ্যানের সাথে পুলিশ পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় । খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহাফুজুর রহমান মিয়া,
ওসি মাহাফুজুর রহমান বলেন, বরিশাল থেকে সারদা যাওয়ার পথে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ পিকআপটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় । আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবাই এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।