রাজধানীর রমনা থানাধীন মালিবাগ মোড় এলাকায় ক্রাউন সিমেন্টের মিক্সার মেশিনের একটি ট্রাকের ধাক্কায় আসিফ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) রাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে বুধবার (২৩ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের বাবার নাম মোহাম্মদ ইসলাম মিয়া। তিনি পল্টন এলাকায় থাকতেন। এ বিষয়ে রমনা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।