দিনাজপুরের খানসামায় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রাম এলাকায় হাল চাষের ট্রাক্টর (হ্যারো) উল্টে মোশারফ হোসেন (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় মাসুম (১৫) নামে অপর আরেক যুবক চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ঃ৪০ ঘটিকার দিকে পাকেরহাট – মাদার দরগাহ রোডের কৈ পাড়া এলাকার একটি নির্মানাধীন নতুন মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছিট আলোকডিহি গ্রামের সরকার পাড়ার দুলালের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের জানান, হ্যারোটি তার নিজস্ব ছিল কিন্তু সেটির বেয়ারিং ভাঙ্গা ছিল তাই গতকাল মঙ্গলবার রাতে পাকেরহাটে হ্যারোটি ভালো করে বাড়ি যাচ্ছিলো হ্যারোটির চালক মোশারফ কিন্ত পথিমধ্যে যাওয়ার পথে হ্যারোটি সড়কের পাশে উল্টে যায়। এতে হ্যারোর নিচে চাপা পড়ে চালক মোশারফ পরে তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আহত একজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আহত ব্যক্তির নাম আমি সঠিক জানি না তবে শুনেছি যে সে এখন মোটামুটি সুস্থ আছে।

এ বিষয়ে খানসামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দৈনিক কলম কথা পত্রিকাকে জানান, ঘটনার পর আমরা মৌখিক ভাবে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল এবং নিহতের পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।