খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৩) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইজিবাইক চালককে আটক করছে পুলিশ। নিহত মারিয়ার পিতার নাম মামুন।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বাস্তহারা ৭ নম্বর রোডে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, নগরীর বাস্তহারা ৭নং রোড থেকে শিশুটি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়।

এতে শিশুটির মাথায় এবং বুকে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা আহত মারিয়াকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারী বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

স্থানীয় এলাকাবাসী ইজিবাইক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে নিহত শিশুটি খুলনা মেডিকেল এ সার্জারি বিভাগে আছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খালিশপুর থানা ওসি জানান, উক্ত ঘটনায় ইজিবাইক জব্দ করছে পুলিশ এবং ইজিবাইক চালককেও আটক করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি। নিহতের পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।