গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কলেজ গেট এলাকায় লেগুনা উল্টে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় টঙ্গী ঘোড়াশাল মহাসড়কের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থেকে টঙ্গীগামী লেগুনাটি পূবাইল কলেজ গেট লেভেল ক্রসিংয়ের গেটের উপর উঠে উল্টে গেলে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ খবর দিলে লেগুনাটি জব্দ করে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা হবে। নিহতের পরিচয় মেলেনি এখনো।

 

কলমকথা/ বিথী