![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/07/IMG_20230703_194025.jpg)
ডা. আব্দুল ওয়াদুদ,গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে নুরনেহার (৬৬) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। রবিবার (২ জুলাই) ভোরে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নুরনেহার ওই গ্রামের মোঃ তৈসুদ্দিনের স্ত্রী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নুরনেহার দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। রবিবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান নুরনেহার। সকালে বাড়ির সবাই ঘুম থেকে উঠে দেখে বাসায় নেই। পরে বাসার পার্শ্ববর্তী আশরাফুল হজ বিষুর আম বাগানে একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরনেহারকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই নুরনেহার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।