টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে জুয়েল মিঞা (২৯) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার খরক এলাকায় জামালপুরগামী যাত্রীবাহী একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত জুয়েল মিঞার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামে। তার বাবার নাম তারা মিঞা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খরক এলাকায় পিকআপ ভ্যানটি রাস্তা পারাপারের সময় বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে জামালপুরগামী যাত্রীবাহী ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যান।
ভূঞাপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুলফিকার জানান, হাসাপালের বাইরে পরে থাকা এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেই।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ভূঞাপুর হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ দেওয়ার পর আমরা সেখানে গিয়ে কোনো লাশ দেখতে পাইনি। কে বা কারা লাশ নিয়ে গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।