নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার শিবরামপুর হেলিপ্যাড এলাকায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৫৪)। তিনি নওগাঁর সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মহাদেবপুর উপজেলার সদরের কুঞ্জবন এলাকার বাসিন্দা
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন আহমদ বলেন, আজ সকালে মোটরসাইকেল নিয়ে আবুল কালাম আজাদ অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। শিবরামপুর এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।