নাটোরে অবহেলা ও অসচেতনতায় চিরতরে দুই পা হারালেন এক যুবক। দুই পা হারানো যুবক সোহাগ আলী (২২) নাটোর সদরের একডালা চানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও নাটোর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৪টা ১৯ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে আসে। স্টেশনের এক নম্বর প্লাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনের যাত্রী সোহাগ দুই পা বাইরে দিয়ে বসে থাকায় প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে সঙ্গে সঙ্গে তার দুই পা হাঁটুর কাছ থেকে কেটে পড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত নাটোর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার গুরুতর অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর রেলস্টেশনের মাস্টার জামশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।