ঠাকুরগাঁও সদরের দুরামারি এলাকায় রাস্তা পার হতে গিয়ে সিয়াম (১৪)নামে এক স্কুলছাত্রের সড়ক দুর্ঘটনায় হয়েছে।
সোমবার রাতে দুরামারি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান রাস্তা পার হতে গিয়ে নৈশ কোচ এর ধাক্কায় সিয়াম রাস্তায় পড়ে যায় ।
এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে । পুলিশ জানান, সিয়াম সদরের গোবিন্দ নগর এলাকার ফিরোজ হোসেনের ছেলে।
সিয়াম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র । পুলিশের সুলতাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।