মাদারীপুরের শিবচর উপজেলায় আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ড্রামট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।
শনিবার রাত ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজারসংলগ্ন সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
মনোয়ারা বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা শিকদারকান্দি গ্রামের নিলু মাতবরের স্ত্রী। আহত নিলু মাতবর একই গ্রামের কদম মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাতে স্থানীয় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন নিলু মাতবর ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সাদিপুর বাজারের কাছে এলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক (মাটিটানা) তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত নিলু মাতবরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।