মোঃ শাহিন আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে নিমগাছি আঞ্চলিক সড়কে বাস, ট্রাকের সংঘর্ষের মাঝে  চাপায় পরে মোটরসাইকেল আরোহী ১ জন নিহত হয়েছেন।

এ সময় মটর সাইকেলে থাকা আরো  ২ জন গুরুত্বর আহত হয়েছেন। রবিবার দুপুর ১ টার দিকে তাড়াশ-নিমগাছি সড়কের ধাপের ব্রিজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন শেরপুর পৌর এলাকার  অনিল চন্দের ছেলে অশিম চন্দ্র। আর আহতরা হলেন,তাড়াশ সদরের আফাল হোসেন ও খুটিগাছা গ্রামের কৃষ্ণ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম।স্থানীয় সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস  ও তাড়াশের দিক থেকে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝে মটর সাইকেলটি চাপা পরে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী একজন নিহত হয় ও দুজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীগন গিয়ে আহতদের দ্রুত তাড়াশ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।