ইঁদুর মারতে ধানক্ষেতে বসানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষেতমালিক মৃত্যুবরণ করেছেন।
গতকাল বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আউয়াল হাওলাদার (৪০) ওই গ্রামের আলী হাওলাদারের ছেলে। উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, নিজ ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন আউয়াল। কিন্তু অসাবধানতা বসত সেই ফাঁদের বিদ্যুতে স্পৃষ্ট হন তিনি। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।