ময়মনসিংহের নান্দাইলে মুক্তা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর গ্রামের নিজ বাড়ি থেকেই ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুক্তা ওই এলাকার মঞ্জুরুল ইসলাম ভূইঁয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করতো।
পরিবার জানিয়েছে, সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে মুক্তা আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।