নজরুল ইসলাম, নান্দাইল প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে অটোবাইকের সাথে মটরসাইকেল সংঘর্ষে শিহাব উদ্দিন (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চারিআনি পাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল ইসলামের ছেলে।

রোববার দুপুরে চকমতিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব উদ্দিন মটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের চকমতিতে যাওয়ার পর অটোবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।

তাৎক্ষণিক পথচারিরা তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ নেয়ার সময় তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।