নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট নয় জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমেধ্যে ৮ জন ফায়ার সার্ভিসের সদস্য। একজন ভলান্টিয়ার। ঢামেকে চারজনকে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত সকলকেই অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

ঢামেকে ভর্তি আহতরা হলেন:

১। রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য।
২। শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য।
৩। তৌফিক (২৩), ফায়ার সার্ভিস সদস্য।
৪। রিফাত(২৩) ভলান্টিয়ার

আজ শনিবার (১৫ এপ্রিল) ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। তখন বাসা বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ভোর ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়েছে। এরপর ইউনিট আরও বাড়ানো হয়। এখন পর্যন্ত ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ৮ প্লাটুন বিজিবি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যুক্ত হয়েছে।

প্রস্তুত রয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। এছাড়া র‍্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়ন থেকে টহল দল ও সাদা পোশাকে র‍্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়-ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।