মোঃ তাহেরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে মো. আমিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। আমিন ওই এলাকার মো. রাজা মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে আমিন ও তার চাচাতো ভাই হাফিজুল (৪) সহ দুজনে স্থানীয় মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন একটি বড় পুকুরে গোসল করতে নামে।
গোসলের এক পর্যায়ে আমিন পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় তার চাচাত ভাই হাফিজুল। সেও পুকুরে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে। এতে মো. আমিন আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাফিজুল সুস্থ রয়েছে। পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।