সড়ক দুর্ঘটনায় পর্তুগালের সান্তারাই জেলার ইনট্রোকামেন্টো শহরে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন পর্তুগীজ নাগরিক। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যার পর কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহীম আখন্দ (৪১)। শাহিনুরের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের দক্ষিণ বালুখণ্ডে ও ইব্রাহীমের বাড়ি মাদারীপুরের রাজৈর থানায়।

দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ ও চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া এক পর্তুগীজ নাগরিককে মুর্মূষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লিসবনের পাঠানো হয়েছে। বাকি দুজন পর্তুগীজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিহত দুই প্রবাসীর মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও লিসবনের কমিউনিটির নেতারা কাজ করছেন।

শাহিনুর এবং ইব্রাহীমের মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।