রাকিব মিয়া রিফাত,ইবি প্রতিবেদক: স্কুল ছুটি শেষে বাবা-মায়ের কাছে আর ফেরা হলো না ঝিনাইদহের শৈলকূপার পঞ্চম শ্রেণির ছাত্রী উম্মে রুকাইয়ার (১১)। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই স্কুলছাত্রীর।
ক্যাম্পাস পার্শ্ববর্তী মদনডাঙ্গায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টা শুনেছি। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত রুকাইয়া শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, স্কুল ছুটির পর বেলা ১২ টার দিকে সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল রুকাইয়া। রাস্তা পারাপারের সময় ক্যাম্পাস থেকে আসা দ্রুতগামী একটা প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে মারাত্মকভাবে জখম হলে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যুবরণ করে ওই স্কুল ছাত্রী।
নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাজিতিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। গাড়ির গতি বেশি থাকায় ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।