ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লঞ্চটির ইঞ্জিনরুমে এই ঘটনা ঘটে। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, লঞ্চে আগুনের কোন ঘটনা ঘটেনি। যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লঞ্চের করনিক সাজ্জাদ ঢাকা পোস্টকে বলেন, লঞ্চের সাইলেঞ্ছার পাইপে নতুন এ্যাডজাস্টার লাগানো হয়েছে। এ্যাডজাস্টার লাগাতে হ্যালাইট দরকার হয়। ইঞ্চিন চালু হওয়ায় সেই হ্যালাইট গরম হয়ে পোড়া গন্ধ বেড়িয়েছে।

এ কারনে যাত্রীদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাত্রীরা মনে করেছেন কোথাও আগুন লেগেছে। সাজ্জাদ বলেন, সাইলেঞ্ছার থেকে কোন ধোয়া বেড় হয়নি বা ফুলকিও না। তারপরও যেহেতু যাত্রীদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এজন্য মুন্সীগঞ্জ নোঙর করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোক এসেছেন। নৌ পুলিশ এসেছেন।

তারা পরীক্ষা করে দেখছেন। তারা সিদ্ধান্ত দিলে পরবর্তী যাত্রা নির্দারণ করা হবে। যাত্রী সাইফুর রহমান বলেন, বড় কোন আগুনের ঘটনা ঘটেনি। লঞ্চটি রাত সোয়া ১টার দিকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে।