সুজিত কুমার দত্ত (ফরিদপুর): ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) সকালে উপজেলার গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ওই গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।
বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেন সালথার সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু।
দৈনিক কলম কথা কে তিনি বলেন, রাকিব গরু দেখতে গোয়ালঘরে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। ছেলেটা ঢাকায় থাকতো।
ঈদে বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।