চট্টগ্রাম: নগরের মুরাদপুর এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ মহিউদ্দিন (২২) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নগরের মুরাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তার বাড়ি আতুর ডিপু হাজীপাড়ায়। তিনি ওই এলাকার জিতু মিয়ার ছেলে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, ভোরে নগরের মুরাদপুর এলাকায় বাসের ধাক্কায় ওই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।