বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পৌর শহর দোয়েল মোড় এলাকা পিক-আপ ভ্যানের চাপায় রজিব উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
(২ জানুয়ারি) রোববার সকালে পৌর শহরের দোয়েল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রজিব উদ্দিন উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের মৃত সাইমুদ্দিনের ছেলে। সে কাটলা বাজারে সবজির ব্যবসা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রোববার সকালে নিহত রজিব উদ্দিন পৌর শহরের কাঁচা বাজার থেকে ব্যবসার জন্য সবজি কিনে বাড়িতে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দোয়েল মোড় এলাকায় পিক-আপ ভ্যানের চাপায় ঘটনা স্থলেই মারা যান তিনি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।