বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর মোহাম্মদপুর সড়কের বেলজানী চরপাড়া মাদরাসার সামনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে টলি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেলে থাকা অন্য আরোহী লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মো. ইমদাদকে (২৫) আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শহিদুল শেখ (৪৫) বেলজানী চরপাড়া গ্রামের বাসিন্দা। শহিদুল শেখের লাশ বর্তমানে মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে।
জানা যায়, শহিদুল শেখ মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী আসার পথে এবং টলি সাতৈর হয়ে মোহাম্মদপুর যাওয়ার সময় বেলজানী চরপাড়া মাদরাসার নিকট গেলে সরাসরি সংঘর্ষ হয়। এ সময় টলি চালক টলি নিয়ে পালিয়ে যায়। সংঘর্ষে শহিদুল ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ মোহাম্মদপুর হাসপাতালে রয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ লাশের সুরত হাল করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।