যশোর জেলার মনিরামপুর উপজেলার মোহনপুর টু কালীবাড়ি রোডে গতকাল বুধবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।সেই ঘটনায় ঘটনা স্থলেই দুই জনের করুন মৃত্যু ঘটে।
আজ ১৭ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১২ বারোটার দিকে ওই একই রোডের গোপালপুর বাজারে আবার একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত থেকে জানতে পারি উপজেলার কামালপুর থেকে গোপালপুর স্কুল এন্ড কলেজে সম্ভবত উপবৃত্তির টাকা তুলতে চার্জার ভ্যান যোগে ৩ বান্ধবী গোপালপুর যাচ্ছিল।ঠিক গোপালপুর বাজারে পৌঁছানোর পূর্বেই গোপালপুর বাজার এর পশ্চিম মাথায় একটা সিএনজ অটোরিকশা মনিরামপুর থেকে কালীবাড়ি যাওয়ার পথে বাজারের আগেই ওই চার্জার ভ্যান টিকে পিছন থেকে ধাক্কা দেয়। ভ্যান এ থাকা ওই ৩ বান্ধবীর মধ্যে একজন ছিটকে গিয়ে রাস্তায় পড়লে ওই সিএনজি মেয়েটির বাম পায়ের উপর দিয়ে চলে যায়।যাতে করে মেয়েটির বাম পা এক্কেবারে ভেঙ্গে যায়।তবে একজন গুরুতর আহত ছাড়া কোনো মৃত্যুর ঘটনা ঘটে নি।
ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এ ফোন দিলে মেয়েটিকে ঘটনা স্থলে থেকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।