মাগুরা জেলার মহম্মদপুরের নহাটায় ঘাতক ট্রাক কেড়ে নিলো শিশু আরাফাতের প্রাণ । নিহত ঐ শিশুর নাম আরাফাত হোসেন(১১)। সে ঐ এলাকার   দরিসালধা গ্রামের ধলু মিয়ার পুত্র এবং নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। নিহত আরাফাতের বড় এক ভাই আছে।
সোমবার (৩ এপ্রিল) বিকেল অনুমান ৩.৩০ ঘটিকার সময় নহাটা বাজারের ইন্দ্রপুর গোরস্থান মোড়ে দশ চাকা বিশিষ্ট ট্রাকের সাথে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার এ অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও জানা যায়,ঘাতক ট্রাক ও ড্রাইভার দ্রুত স্থান ত্যাগ করার কারণে তাদেরকে আটক করা যায়নি।
নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: কবিরুল হক জানান, নিহত আরাফাত (১১), পিতা:ধলু মিয়া,গ্রাম: দরিসালধা, আমার বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর বিকাল ৩.৩৫ এর দিকে বাড়ি যাওয়ার সময় দূর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। আমি তার জন্য দোয়া করি এবং তার পিতা মাতা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।
এ বিষয়ে ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ জানান, ঘটনা শোনা মাত্রই আমি দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং শিশুর চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করি। তাছাড়া কোন দূর্ঘটনা ইচ্ছা করে কেউ করে না। ভুল থেকেই দূর্ঘটনা ঘটে থাকে। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং নিহত শিশুর আত্মার মাগফেরাত কামনা করি।
এ ঘটনায় নহাটা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে অবগত আছে।ঘাতক ট্রাক ও ড্রাইভার পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।