জামালপুরের মেলান্দহ উপজেলায় খাদ্যদ্রব্য ঘোডাউন ও কাঠের আসবাপত্রেরের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতিয় ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় মনহরের ৬ লাখ টাকার বিভিন্ন খাদ্যদ্রব্য মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত মধ্যরাতে উপজেলার ১০ নং ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া বাজারের কাছে ডাইল বেপ্যারীর মোড়ে রাস্তার পূর্বে ঘর মালিক বাদশা মুল্লার বাড়াটিয়া মনহর ও বাবুলের ঘরে এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগে।

এসময় ওহেস উদ্দিন ডাইলের ছেলে শিপন এর এই ০১৪১১৪৬১৫৩১ থেকে ৯৯৯ নাম্বার কলদিয়ে বলেন- ময়মনসিংহ বিভাগের জামালপুর জলার মেলান্দহ থানার ঝাউগড়া ইউনিয়ন ঝাউগড়া বাজারের পাশেই আগুন লেগেছে বলে জানান, ৯৯৯ থেকে বলেন- মেলান্দহ থানা ঝাউগড়া চিনিনা।

খবর পেয়ে ব্যাবসায়ী মনহর এসে দেখেন সবই শেষ হয়ে গেছে, তিনি আরো জানান,আমার কিছুই রইলনা আমার ৬ লক্ষ টাকার খাদ্যদ্রব্যের মালামাল ছিল।

ব্যাবস্থায়ী বাবুলের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নি।