শায়েক আহমদ,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী উপজেলায় বসত ঘরের উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পুরো বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের ৫ জনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেলে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোর পৌঁনে ৫টার দিকে উপজেলার ২নং পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী ভাঙ্গারপার এলাকায় বিদ্যুৎস্পর্শে ৫জনের মৃত্যু হয়।
রমজান মাসে ভোর বেলার হৃদয়বিদারক ওই ঘটনাকে জেলায় সংঘটিত এযাবতকালের সবচেয়ে বড় ট্রাজেডি হিসেবে মনে করছেন অনেকে। এ ঘটনায় গোটা জেলার মানুষ শোকে স্তব্ধ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর ভোর পৌঁনে ৫টার দিকে ওই এলাকার ফয়জুর রহমানের (৫২) বসতঘরের উপরে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে আছড়ে পড়ে বিকট শব্দে আগুণ ধরে যায়। মুহুর্তেই টিনের তৈরি পুরোঘরটি বিদ্যুতায়িত হয়ে আগুণ ধরে যায়। আর তাতে ঘটনাস্থলেই ফয়জুর রহমান ও তাঁর স্ত্রী শিল্পি বেগম শিরি, ২ মেয়ে এবং এক ছেলের বিদুৎস্পর্শে মৃত্যু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।