মোংলায় পিকনিক শেষে রাজশাহী ফেরার পথে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ নামক স্থানে বাসচাপায় দুজন নিহত হয়েছেন।
নামাজের জন্য পিকনিকের বাসটি দাঁড়ালে রাস্তা পার হওয়ার সময় আরেকটি বাসের চাপায় তারা নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজের জন্য মোংলা থেকে আসা পিকনিকের বাসটি প্রেমবাগ গেট এলাকায় থামে।
পিকনিকের বাস থেকে ৫-৭জন ব্যক্তি নামাজ পড়ার জন্য রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী রূপসা পরিবহনের (যশোর ব ১১-০১৯৬) একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন।
অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদিরুল হক শুভ জানান, হাসপাতালে আনার আগেই রাজশাহী জেলার পবা উপজেলার বাসিন্দা সুবিদ আলী (৬৫) মারা যান।
ঘটনাস্থলে নিহত হয়েছেন, রাজশাহী জেলার বাসিন্দা কোবাদ (৬০)। দুর্ঘটনার পর এলাকাবাসী রূপসা পরিবহন বাসটিকে চেঙ্গুটিয়া বাজারে আটকে রাখে।
এসময় চালক ও হেলপার পালিয়ে যায়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।