বেনাপোল প্রতিনিধি | শার্শায় ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে এক যাত্রী নিহত হয়েছেন।নিহত রিপন হোসেন (৩০)
ঝিকরগাছা উপজেলার শরণপুর গ্রামের বাসিন্দা। সাথে থাকা আরো দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন- হাবিবুর রহমান আশা (৩৫) ও নাজমুল ইসলাম (৩০)।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, সাতক্ষীরা অভিমুখী একটি প্রাইভেটকার ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান রিপন হোসেন। বাকী দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।