রাজধানীর বাড্ডার নতুন বাজার বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রেখা আক্তার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে তার স্বামী সাহিদ হাসান মারা যান। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দুই। গত মঙ্গলবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্নে গত বুধবার (২৩ মার্চ) ভোর ছয়টায় ভর্তি করা হয়। মৃত সাহিদের ভাতিজা রাজিব জানান, বাড্ডা নতুন বাজার বেরাইদ এলাকার নিজস্ব দোতলা বাসায় রাত আড়াইটার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়।
পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়। তার চাচা ওই এলাকায় মাংস ব্যবসায়ী ছিলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রেখা আক্তার চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে আইসিইউতে ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান। নিহতের শরীরে ৩০ শতাংশ দগ্ধ ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।