অংবাচিং মারমা, রুমা,(বান্দরবান)প্রতি‌নি‌ধি: বান্দরবা‌ন জেলা রুমা উপজেলা সড়‌কে রোয়াংছ‌ড়ির উপজেলা তারাছা ইউনিয়নে মুরুংগো বাজা‌র এলাকায় বেইলী ব্রিজ ভে‌ঙ্গে ব্রিজের উপর ট্রাক উ‌ল্টে চালক নিহত হ‌য়ে‌ছে।

এসময় বান্দরবান রুমা সড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে।
নিহত চাল‌কের নাম মো. আবদুল গফুর (৫৫)। তার বা‌ড়ি চট্টগ্রা‌মের সাতকা‌নিয়ার পুরানগ‌ড়ের হা‌সিম পাড়ার দারুল ইসলাম।
আজ ২‌(ফেব্রুয়ারী) রোজ বুধবার দুপুর ১ টা ৩০ মিঃ সময় ‌বান্দরবান রুমা সড়‌কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, এক‌টি চাল বোঝাই ট্রাক বান্দরবান থে‌কে রুমা যাবার প‌থে রোয়াংছ‌ড়ির মুরুং বাজা‌রের আ‌গে বেই‌লি ব্রিজের মাঝামা‌ঝি পৌছা‌নোর পর হঠাৎ ব্রিজ‌টি ভে‌ঙ্গে প‌ড়ে যায়। এ‌তে ব্রিজের উপর ট্রাক‌টি উ‌ল্টে প‌ড়ে চালক আবদুল গফুর ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে স্থানীয় ও পু‌লিশ মি‌লে ট্রা‌কের ভেতর থে‌কে তার ল‌াশ উদ্ধার ক‌রে। ব্রিজ ভে‌ঙ্গে পড়ার সা‌থে সা‌থে বান্দরবান রুমা সড়‌কের যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে গে‌ছে।

এ‌বিষ‌য়ে মুরুং বাজা‌রের পু‌লিশ ফা‌ঁড়ির ইনচার্জ জা‌কির আহ‌মেদ সিকদার ব‌লেন, বান্দরবান থে‌কে চাল বোঝাই ট্রাক ব্রিজে উঠার পর ব্রিজ ভে‌ঙ্গে ট্রাক‌টি উ‌ল্টে গি‌য়ে চালক মারা গে‌ছে। এসময় বান্দরবান রুমা সড়ক যোগা‌যোগও বন্ধ হ‌য়ে গে‌ছে। বর্তমা‌নে লাশ ট্রাক থে‌কে বের করার চেষ্টা চল‌ছে ব‌লেও জানান তি‌নি।