মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ২ জন। শনিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- শরিফুল ইসলাম (২৮) ও নুর ইসলাম (৪০)।
জানা গেছে, সকালে মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে ৭৫০০ বস্তা সিমেন্ট নিয়ে পাবনা যাচ্ছিল বাল্কহেডটি। মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে নিখোঁজ হন ২ জন।
মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছে।’
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।