মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ট্রলি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক রবিউলের মৃত্যু
হয়েছে। আজ ২৬ মার্চ রবিবার সকাল সাড়ে ৯ টার শেরপুর পৌরশহরের নৌহাটা এলাকার শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নৌহাটা এলাকার হাতেম আলীর ছেলে। ¯’ানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে শেরপুর – ঝিনাইগাতী মহাসড়কে শেরপুরগামী মাল বোঝাই এক ভটভটি আরেক ভটভটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক রবিউল ঘটনা¯’লেই মারা যান। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে ¯’ানীয়রা।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান বলেন, তথ্য পেয়ে আমরা ঘটনা¯’লে পুলিশ পাঠায়। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহত একজনকে হাসপাতালে ভর্তি আছে। শেরপুর- ঝিনাইগাতী সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যব¯’া প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।