ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাসেল নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চারজনের মৃত্যু হলো। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আরও ১২ জন।
আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় প্রায় ৪০০ যাত্রী নিয়ে এমভি অভিযান-১০ সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।