হবিগঞ্জঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় সড়ক দুর্ঘটনায় যশোরের দু’জন নিহত হয়েছেন।

তারা হলেন, শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে ট্রাক চালক রুবেল মিয়া (৩৫) ও তার সহকারী ঝিকরগাছা পৌর এলাকার সাবের আলীর ছেলে আহাদ আলী (২৭)।

সূত্র জানায়, রোববার রাতে রুবেল মিয়া ও আহাদ আলী সিলেট থেকে ট্রাকে মুরগির খাবার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সোমবার ভোর পাঁচটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল ও আহাদ নিহত হন। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতদের বাড়ি যশোরে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।