নওগাঁ সদর উপজেলার বাবলাতলি নামক এলাকায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলিতে বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।