দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার আফতাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নের শিকারপুর গ্রামে আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে। ১ নং জয়পুর ইউনিয়নের শিকারপুর গ্রামের কাঠমিস্ত্রী চন্দন সরকারের ছেলে নিলয় সরকার (০৫) এর ডোবায় পড়ে মৃত্যু হয়।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দন সরকারের পাশ্বে সকাল ১১ টায় খেলতে খেলতে পানির ডোবায় পরে যায়। এবং পরে সবাই খোঁজাখোজি করার পর দেখতে পেয়ে পানির ডোবায় থেকে শিশুটির লাশ উদ্ধার করে গ্রামবাসী।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ১ নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। এই ছোট ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে চন্দন। এমন ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।