গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় পরে ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১টিসহ মোট চারটি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোনাবাড়ী থানা পুলিশ, শিল্পপুলিশ, স্থানীয় লোকজনের সহায়তায় করেন।

পুলিশ জানায়, ঝুটের গোডাউনের পাশে থাকা মো. ফজলুল মোল্লার টিনশেড বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তার ২২টি রুম পুড়ে যায়। এ ছাড়া ১০টি ঝুটের গোডাউনের মালামালসহ পুড়ে যায়।