মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে গরু বোঝায় ট্রাকের ধাক্কায় সুলতান মাহমুদ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহত সুলতান মাহমুদ কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে ইউনিলিভার বাংলাদেশ কোম্পানীতে সেলসম্যানের চাকরি করতেন। মঙ্গলবার সন্ধা ৭টার দিকে উপজেলার ৪নং ইউনিয়নের অন্তর্গত ছিলামপুকুর বাজার এলাকায় হাটকড়ই-কাহালু সড়কে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
জানা গেছে, কোম্পানির কাজ শেষে নন্দীগ্রাম থেকে দুপচাঁচিয়া কোম্পানির অফিসে যাওয়ার পথে দূর্ঘটনাস্থলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান সুলতান মাহমুদ। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।