আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে আ. ওহাব আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২২ নভেম্বর) সন্ধ্যায় আদিতমারী কমলাবাড়ী এলাকায় আদিতমারী রেল স্টেশনসংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, ওহাব আলী তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। আদিতমারী রেল স্টেশনসংলগ্ন ক্রসিং পার হওয়ার সময় সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে সেখানেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সুরতহালের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ।
লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় রাত ৯টার দিকে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।