যশোরের মণিরামপুর গতকাল রাত সাড়ে ১০ টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দার তলায় মুন ভাটার সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত দুই।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মোস্তাকের ছেলে শিহাব (১৮) ও মাছনার মুফতি ইসমাইলের ছেলে নাহিদ (২২) স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে দুর্ঘটনাটি ঘটে।
মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।