হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। জানাযায় তিনি উপজেলার বেলেরভিটা মৌজাথানা গ্রামের মৃত তছির উদ্দিন মুন্সির পুত্র, মোঃ তাজরুল ইসলাম স্বর্ণকার (৬০)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী সরকারী কলেজের প্রভাষক মোঃ জিয়াউর রহমান জুয়েল মিয়া। মৃত ব্যাক্তির ছেলে মোঃ ফারুক মিয়া জানান, গতকাল রাত ২টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাড়ীর বাহিরে গিয়ে আর ফিরে আসেনি।

রাত থেকে বিভিন্ন জায়গায় খোজা খুজি করার পর আজ ভোরে বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। মৃত তাজরুল ইসলাম দীর্ঘদিন থেকে মানষিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানাগেছে।