ফের চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বুধবার (৮ জুন) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৮ জুন) ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। এরপর ঘটনাস্থলে ৬টি ইউনিট গিয়ে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। জুতার কারখানার চারদিকে দেয়াল দিয়ে ওপরে টিনশেড থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক জানাতে পারেননি তিনি। এর আগে, গত শনিবার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানি হয়েছে।
এছাড়াও আগুনে দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়া অসহ্য যন্ত্রণার প্রহর পার করছেন আরও অন্তত দুই শতাধিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।