কিশোরগঞ্জের ভৈরবে কয়েলের কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. শাহিন মিয়া, মোহাম্মদ মাসুম উদ্দিন, মোহাম্মদ দীন ইসলাম, মোরশেদ শেখ ও আব্দুর রহমান।
দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা কারখানার আরেক কর্মী দুরন্ত ইসলাম শাওন বলেন, ‘আমরা বিকেলে যখন কাজে ব্যস্ত, তখন কয়েলের হিটার অনেক হিট হয়ে বিস্ফোরিত হয়। এর কাছাকাছি থাকা ৫ জন দগ্ধ হলে তাদের প্রথমে স্থানীয় আল সাপা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা পাঠানো হয়।’
আরোও পড়ুন: ড্রোন ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনছে ভিভো
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যে ক্ষুব্ধ আ.লীগ
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গোড়াকান্দা জব্বার জুটমিল রোডের ওই কারখানায় শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়।
উল্লেখ্য, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে শহরের পঞ্চবটী গ্রামে দুলাল মিয়ার কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।