ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এতে গবাদিপশু ও গোঁয়াল ঘর পুড়ে ছাই প্রায় ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ।
সোমবার ভোররাতে ৪ টার দিকে পৌর এলাকা পশ্চিম নামা পাড়া গ্রামের নুর ইসলামের বাড়ীতে এই অগ্নিকান্ড ঘটে।
বাড়ীর মালিক নুর ইসলাম জানান, রবিবার রাতে পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে শুয়ে পরি হটাৎ ভোর ৪টার দিকে গোঁয়াল ঘরে আগুন জ্বলতে দেখে ঘর থেকে বের হয়ে দেখি মুহূর্তের মধ্যে আগুনে গোঁয়ালঘর  ও ঘরে থাকা ২টি ছাগল পুড়ে ছাই হয়ে যায় আগুনে বসত ঘরের আংশিক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
বকশীগঞ্জে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।