![ডিমলায় ঢাকা গামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/05/dkk178.jpg)
ডিমলায় ঢাকা গামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ
ডিমলায় ঢাকা গামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ
মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় আনিতা পরিবহন নামে এক ঢাকাগামী কোচের সাথে মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০-মে) সকাল ৮ টায় ৩০ মিনিটে সরদার হাট পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন স্থানে সংঘর্ষটি ঘটে।
জানা যায়, আনিতা পরিবহনের কোচটি ঢাকার উদ্দেশ্যে রওনা হলে সরদার হাট নামক স্থানে মোটর সাইকেলের সাথে সংঘর্ষে সোহাগ ইসলাম বাবু (২৮) নামের একজন যুবক নিহত হন ও সাথী (১৪) নামের এক স্কুল ছাত্রী আহত হন।
ঘটনাস্থল হতে গুরুতর অবস্থায় সোহাগ ইসলাম বাবুকে তাৎক্ষনিক ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাথীকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত সোহাগ ইসলাম বাবু ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের তৃতীয় পুত্র। মৃত দেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশ থানায় নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায় ঢাকা মেট্রো-ব- ১৫-৬৬৩২ নম্বরের আনিতা পরিবহনের কোচটি ডিমলা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পথিমধ্যে সরদারহাট এলাকায় মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়।
এ বিষয়ে ডিমলা থানার পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায় বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।